ফলাফলে সেরা রাজশাহী, পিছিয়ে সিলেট

ঢাকা, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 05:49:44

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ পাসের হার রাজশাহী শিক্ষাবোর্ডে। আর পাসের হারে সবার শেষে রয়েছে সিলেট শিক্ষাবোর্ড।

আটটি শিক্ষাবোর্ডে পাসের হার- রাজশাহীতে ৯১ দশমিক ৬৪ শতাংশ, ঢাকায় ৭৯ দশমিক ৬২ শতাংশ, সিলেটে ৭০ দশমিক ৮৩ শতাংশ, দিনাজপুরে ৮৪ দশমিক ১০ শতাংশ, কুমিল্লায় ৮৭ দশমিক ১৬ শতাংশ, যশোরে ৯০ দশমিক ৮৮ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ১১ শতাংশ ও বরিশাল বোর্ডে ৭৭ দশমিক ৪১ শতাংশ।

এবার মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন।

সবমিলিয়ে ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে আট লাখ ৮২ হাজার ২২৪ জন উত্তীর্ণ হয়। অন্যদিকে ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্র অংশ নেয় পরীক্ষায়। এর মধ্যে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন পাস করে।

আটটি শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৮৩ দশমিক ৫৪ শতাংশ। বিপরীতে ছেলেদের পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ। অংশগ্রহণ নারী শিক্ষার্থীর সংখ্যা আট লাখ ৭৩ হাজার ৬৭২ জন। এর মধ্যে সাত লাখ ২৯ হাজার ৮৯৫ জন উত্তীর্ণ হয়। অন্যদিকে আট লাখ ২০ হাজার ৯৮০ জন ছাত্র অংশ নেয় পরীক্ষায়। এর মধ্যে ৬ লাখ ৭৩ হাজার ২৬২ জন পাস করে।

এদিকে এ বছর এক লাখ পাঁচ হাজার ৫৯৪ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৯১ হাজার ৩৩ জন জিপিএ-৫ পেয়েছে এ বিভাগ থেকে। বিজ্ঞান বিভাগ থেকে পাঁচ লাখ ৪১ হাজার ৩২৩ জন এছাড়া ব্যবসা বিভাগ থেকে দুই হাজার ৮৭ জন জিপিএ-৫ পায়। অন্যদিকে মানবিক বিভাগ থেকে এক হাজার ৪৩৬ জন জিপিএ-৫ পেয়েছে।

এ সম্পর্কিত আরও খবর