কেরানীগঞ্জে সরকারি খাস জমিদখল করে বিক্রি

ঢাকা, জাতীয়

তাসকিন আল আনাস,স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪ ডটকম | 2023-08-28 20:17:50

কেরানীগঞ্জ মডেল থানার আওতাধীন একটি সরকারি খাস জমিতে ৫৩ শতাংশ জায়গায় অবৈধভাবে দখল এবং প্লট নির্মাণ করে তা বিক্রি করার অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।

রোববার( ৫ মে)  এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুদক দল দেখতে পায় ২০১১ সালের ২৩ জানুয়ারী থেকে খাস জমিটি রুহিতপুর ভূমি অফিসের মাধ্যমে  মধ্যেরচড় মৌজার আর এস খতিয়ানের ১ নম্বর খতিয়ানের ৯০৯ নং দাগের অংশটি অবৈধ দখলে রয়েছে বলে ঘোষণা করা হয়। অথচ এলাকার প্রভাবশালী একজন ব্যক্তি সেই  জায়গা দখল ও মাটি ভরাট করে ১০টি প্লট আকারে তৈরি করে বিক্রয় করেছেন।

যার মধ্যে তিনটি প্লটে বাড়ি নির্মাণ করে  বসবাস শুরু করেছে এর অবৈধ মালিকেরা। এ  অবস্থায় সরকারি খাস এ জমির উদ্ধারে রুহিতপুর ভূমি অফিস, কেরানীগঞ্জ-কে নির্দেশনা প্রদান করে দুদক টিম।

এ সম্পর্কিত আরও খবর