পাহাড়ে ঝুঁকিতে বসবাসরতদের সরিয়ে নিচ্ছে প্রশাসন

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-26 01:43:57

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসরত বাসিন্দারের সরিয়ে নিতে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

রোববার (৫এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগরীর লালখান বাজার এলাকার পোড়া কলোনীতে অভিযান শুরু হয়। শেষ হয় দুপুর দেড়টায়। অভিযানে ওয়াসা, স্থানীয় কাউন্সিলর, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদ্যসরা অংশ নেন।

আগ্রাবাদ রেঞ্জের সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) শারমীন আক্তার অভিযানের নেতৃত্বে দেন। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানে শেষে শারমীন আক্তার সাংবাদিকদের বলেন, ‘সর্বমোট ১০০টি ঘর উচ্ছেদ ছাড়াও ১০টি বিদ্যুতের মিটার, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছি। অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি সার্কেলের নেতৃত্বে পাহাড়ে বসবাসরতদের সংশ্লিষ্টদের কর্তৃপক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এর আয়তায় আগামী ১৫মে এর মধ্যে অভিযান শেষে পাহাড়ে অবস্থানরতদের বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে। মূলত এটিকে লক্ষ্য করেই আমাদের অভিযান চলছে। আগামী দু একদিনের মধ্যে নগরীর একেখান এলাকায়ও অভিযান পরিচালনা করা হবে।’

শনিবার (৪ মে) নগরীর আকবর শাহ ফয়সলেকের কনকর্ড সি ওয়ার্ল্ডের পেছনে পাহাড়ে অভৈধভাবে বসবাসরতদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কাজ চলছিল। ওই সময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন।

এ বিষয়ে তৌহিদুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সরকারের চেয়ে শক্তিশালী কেউ নাই। গতকাল আমরা একটি ট্রান্সফারমার জব্দ করে সরিয়ে নিতে চেয়েছিলাম। ওইখানে কিছু অবৈধ ও বৈধ লাইন ছিল। স্থানীয় মহিলা কাউন্সিলর ও স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে আসন্ন রমজান উপলক্ষে ট্রান্সফারমার বহাল রাখি। পরে তারা আমাদের কাছে বলেছে, ভবিষ্যতে কোনো অবৈধ সংযোগ দেবে না। অন্যথায় আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সেখানে অনেক মানুষের সমাগম ঘটে। কিন্তু কোনো বাধা সন্মুখীন হইনি। আজকেও কোনো বাধা আসেনি।’

এ সম্পর্কিত আরও খবর