প্রধানমন্ত্রী হাত পাতার পক্ষে নন: দুযোর্গ প্রতিমন্ত্রী

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 17:41:14

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘আমরা যথেষ্ট সামর্থবান সরকার, আমরা যথেষ্ট ধনী সরকার। দুর্যোগ মোকাবিলায় বিদেশি সাহায্য নয়, আমাদেরই যথেষ্ট সামর্থ্য আছে। প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) হাত গুটিয়ে নেওয়ার পক্ষে, হাত পাতার পক্ষে নন।’

দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার পাশাপাশি বিদেশি সহায়তা লাগবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শনিবার (৪ মে) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডা. এনামুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ফণীতে এখনো পর্যন্ত চার জনের প্রাণহানির খবর পেয়েছি। তাদের মধ্যে দুই জন ঘর ধসে আর দুই জন গাছ চাপায়। তাদের জন্য দুঃখ ও শোক প্রকাশ করছি। চেষ্টা ছিল সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার। শেষ পর্যন্ত ১৬ লাখ ৪০ হাজার ৪১৭ জনকে আনতে সক্ষম হয়েছি। যে চার জন মারা গেছেন, তারা আশ্রয় কেন্দ্রে যাননি। আগামীতে টার্গেট থাকবে একজনও যেন আশ্রয়কেন্দ্রের বাইরে না থাকে।’

তিনি বলেন, আমরা সার্বিকভাবে প্রস্তুত ছিলাম। আল্লাহর অশেষ রহমতে বিপদ কেটে গেছে। আমাদের বিমান বাহিনী প্রস্তুত আছে ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।’

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, ‘আমাদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যাগ ছিল। বিপদ সংকেত নামিয়ে আনার সাথে সাথে মানুষ যেন নিরাপদে আশ্রয়কেন্দ্র থেকে ফিরে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।’

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘সকলের সহযোগিতায় ঐকান্তিক প্রচেষ্টায় বিপদ কেটে গেছে। ঘূর্ণিঝড় ফণী নিষ্কৃয় হওয়ার পথে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ্ কামাল বলেন, ‘আমদের খুব একটা ক্ষতি হয়নি। ফসলেরও খুব একটা ক্ষতি হয়নি। গবাদি পশুর ক্ষতি হয়নি।’

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপটেন (অব.) এ বি তাজুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা জয়নাল আবেদীন, আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. সামছুদ্দিন আহমেদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল হক প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর