ভোররাত থেকে মংলা বিদ্যুৎহীন

খুলনা, জাতীয়

মনি আচার্য্য, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 06:31:10

মংলা থেকে: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উপকূলীয় অঞ্চল মংলায় বৈরী আবহাওয়া অব্যাহত রয়েছে। এ অবস্থায় মংলা একালায় দমকা থেকে ঝড়ো হাওয়া বইছে।

বৈরী আবহাওয়া কারণে শনিবার (৪ মে) ভোররাত থেকে বিদ্যুৎহীন রয়েছে মংলা উপজেলা।

বৈরী আবহাওয়া ও বিদ্যুৎ না থাকার কারণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। মংলা অবস্থানরত বিভিন্ন সংস্থার লোকজন ও সংবাদকর্মীরাও বিপাকে পড়েছেন।

মংলা বিদ্যুৎ অফিস জানায়, বৈরী আবহাওয়া কারণে মংলা ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।

তবে স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার মতো তেমন বৈরী আবহাওয়া মংলায় সৃষ্টি হয়নি। কোথায় কোনো গাছ বা ঘরবাড়ি ভেঙে গিয়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মংলার বিদ্যুৎ সরবরাহ অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী এইচ এম ফরহাদ বার্তা২৪.কমকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে ভোররাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ চলছে, অবস্থার উন্নতি হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

এ সম্পর্কিত আরও খবর