ঢাকায় ২০-২৫ কি. মি. বেগে বাতাস বইছে

ঢাকা, জাতীয়

শাদরুল আবেদীন, নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2023-08-25 07:03:37

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজধানী ঢাকায় ২০ থেকে ২৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। সঙ্গে রয়েছে কালো মেঘ। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। ইতোমধ্যে ভোরে বাংলাদেশে আঘাত হেনেছে ফণী।

আবহাওয়া অফিস জানিয়েছে, ফণীর প্রভাবে রাজধানীতে আরও দুইদিন বৃষ্টি হতে পারে। শুক্রবার (৩ মে) ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার (৪ মে) তাপমাত্রা আরও হ্রাস পাবে। রাতের তাপমাত্রা একই থাকতে পারে।

এর আগে ভোররাত ৪টার পর থেকে রাজধানীর বিভন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত হয়। টানা আধা ঘণ্টার এই বৃষ্টিতে রাজধানীতে ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে।

ফণীর কারণে খুলনা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বাতাসের গতিও বাড়ছে। কয়েকটি স্থানে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে রাতের শেষ ভাগে মাঝারি বৃষ্টি

এ সম্পর্কিত আরও খবর