ফণীর প্রভাবে রংপুরে কালো মেঘ, ঝড়ো হাওয়া

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-31 17:54:45

ভারতের পশ্চিমবঙ্গ থেকে ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশের দিকেই ধেয়ে আসছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের আঘাত হানতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড়। যশোর-মেহেরপুর অঞ্চল দিয়ে প্রবেশের সম্ভাবনা থাকলেও রংপুরের ওপর দিয়ে বয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এ কারণে দেশের উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষের মতোই সমানভাবে আতঙ্কিত রংপুরবাসী।

তবে আতঙ্কের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। ভারতের মতো ধ্বংসযজ্ঞের সম্ভাবনা নেই রংপুরসহ সারাদেশে। কারণ হিসেবে বলা হচ্ছে, যতই সময় গড়াচ্ছে ততই দুর্বল হবে ফণীর দাপুটে শক্তি।

ফণীর প্রভাবে শনিবার (৪ মে) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রংপুরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সাথে বাতাসে বেগও ছিল। ভোরের আলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘ দেখা গেছে। ঘণ্টায় ২০-২৫ কিলোমিটার বেগে বাতাসও বইছে।

ঘূর্ণিঝড় ফণীর প্রভাব নিয়ে রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বার্তা২৪.কম-কে বলেন, 'ফণী দুর্বল হয়ে পড়ায় রংপুরের নদী বেষ্টিত চরাঞ্চলসহ এই জেলাতে তেমন বড় ধরনের কোনো প্রভাব ফেলতে পারবে না। তবে ঝড়ের গতিবেগ বাড়লে বৈদ্যুতিক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াসহ গাছ-গাছালি উপড়ে পড়তে পারে।'

তিনি আরও বলেন, 'রংপুর অঞ্চলে ফণীর প্রভাবে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার হতে পারে। ক্রমশ দুর্বল হওয়া ফণীর আঘাতে প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়-ক্ষতির সম্ভাবনা নেই। ফণী নিয়ে আতঙ্কিত বা শঙ্কিত না হয়ে এখন নিরাপদে থাকাই শ্রেয়।'

এদিকে ঘূর্ণিঝড় ফণীর মোকাবিলায় রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী বেষ্টিত এলাকাগুলোতে সতর্কতা মূলক প্রচারণা চালানো হয়েছে। শেল্টার সেন্টার হিসেবে ব্যবহারে প্রস্তুত রাখা হয়েছে বিভিন্ন উপজেলার স্কুল-কলেজ ও আশ্রয়কেন্দ্রসমূহ।

রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব বার্তা২৪.কম-কে বলেন, 'রংপুরে নদী বেষ্টিত চরাঞ্চলে বসবাসকারীদের সরিয়ে নেয়ার জন্য ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। প্রতিটি ঝুঁকিপূর্ণ ইউনিয়নে মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে রেডক্রিসেন্ট ও উদ্ধারকারী দল।'

এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলার জন্য ইতোমধ্যে ৩০৯ মেট্রিক টন চাল, ১২০ বান্ডিল টিন, নগদ টাকাসহ শুকনা খাবার বরাদ্দ দেয়া হয়েছে। বাতিল করা হয়েছে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের শুক্র ও শনিবারের ছুটি।

অন্যদিকে রংপুর সিটি করপোরেশনেও (রসিক) খোলা হয়েছে কন্ট্রোল রুম। রসিকের গুরুত্বপূর্ণ তিন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর