মংলা থেকে ৪১০ কিলোমিটার দূরে ফণী

খুলনা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 21:48:46

দেশের মংলা বন্দর থেকে ৪১০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় ফণী। আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত মংলা থেকে ৪১০ কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড় ফণী প্রায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার বেগে বাংলাদেশে আঘাত হানতে পারে। তবে বাংলাদেশের কিছু জায়গায় এই ঝড়ের গতিবেগ ৮০ থেকে ৯০ কিলোমিটারও হতে পারে।

এদিকে আন্তজাতিক গণমাধ্যম বলছে, ফণী বর্তমানে কলকাতা থেকে ২৪৫কিলোমিটার আর দিঘা ১২০ থেকে কিলোমিটার দূরে অবস্থান করছে। 

এ সম্পর্কিত আরও খবর