ফণীর প্রভাবে মংলায় বৃষ্টিপাত

খুলনা, জাতীয়

মনি আচার্য্য, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 08:09:46

মংলা থেকে: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে মংলা সমুদ্রবন্দর ও এর আশপাশের এলাকায়। বৃষ্টির সঙ্গে বইছে হালকা বাতাস। এছাড়া আকাশে ভারি কালো মেঘও রয়েছে।

শুক্রবার (৩ মে) দুপুর ১টার দিকে বৃষ্টি শুরু হয়েছে।

বন্দর এলাকা ঘুরে দেখা গেছে, দুপুর ১টায় কালো মেঘে ছেয়ে যায় মংলার আকাশ। এর মিনিট পাঁচেক পরেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি দেখে স্থানীয়রা দ্রুত নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।

এর আগে সকাল সাড়ে ১১টা পর্যন্ত মংলার আকাশ রৌদ্রজ্জ্বল ছিল। পরে দুপুর ১২টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে থাকে। এর ঠিক এক ঘণ্টা পরেই বৃষ্টি শুরু হয়েছে।

তবে ১০ মিনিট বৃষ্টিপাতের পর এর পরিমাণ কমে গেছে। তবে আকাশ এখনো মেঘাছন্ন রয়েছে। যে কোনো সময় বৃষ্টি ও বাতাসের তীব্রতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ সম্পর্কিত আরও খবর