বসিলায় জঙ্গি বিরোধী অভিযানের ঘটনায় মামলা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-24 02:59:54

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‍্যাবের জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় মামলা করা হয়েছে। মোহাম্মদপুর থানায় অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'মামলায় নিহত দুই ব্যক্তিসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। মোট অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ আইনে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।'

এর আগে গতকাল মোহাম্মদপুরের বসিলায় র‌্যাবের অভিযান চলাকালে শক্তিশালী বিস্ফোরণে দুই জঙ্গি নিহত হয়েছে। একটি টিনশেড বাড়ি ঘিরে ১৩ ঘণ্টা জঙ্গিবিরোধী এ অভিযান চালায় র‍্যাব।

অভিযানকালে বাড়ির একটি কক্ষে থাকা দুই জঙ্গি শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। পরে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ভেতরে ঢুকে দুজনের ছিন্নভিন্ন লাশ পড়ে থাকতে দেখেন।

এ সম্পর্কিত আরও খবর