ওসির নাম্বার ক্লোন করে প্রার্থীদের কাছে চাঁদা দাবি!

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-26 18:22:28

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলামের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়া কাউন্সিলর প্রার্থীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে সকলকে সতর্ক করা হয়।

স্ট্যাটাসে লেখা রয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ওসি কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহের সরকারী মোবাইল নাম্বার (০১৭১৩৩৭৩৪৩০) ক্লোন করে অসৎ উদ্দেশ্যে কে বা কারা আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিকট টাকা দাবি করছে। ওসি কোতোয়ালী মডেল থানার সাথে যোগাযোগ করার সময় উল্লেখিত সরকারি নাম্বারটি যাচাই করে যোগাযোগ করার জন্য এবং সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।’

এছাড়াও ওই নাম্বার ব্যবহার করে কেউ কোন টাকা দাবি করলে (ডিউটি অফিসার কোতোয়ালী মডেল থানা- ০১৭৬৯৬৯৫৬২৬ ও পুলিশ কন্ট্রোলরুম, ময়মনসিংহ- ০১৭৬৮৫৯৩৩৬৬) দুটি নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর