গুলিস্তানে ককটেল বিস্ফোরণ, ট্রাফিক পুলিশসহ আহত ৪

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-29 22:17:52

রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই ট্রাফিক পুলিশ সদস্য ও এক পুশিল কনস্টেবল রয়েছে বলে জানা যায়।

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। ২ ট্রাফিক পুলিশের নাম নজরুল এবং লিটন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.বাচ্চু মিয়া বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় দুই ট্রাফিক সদস্য ও এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ঢামেকে আনা হয়েছে।

মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মিশু বিশ্বাস বার্তা২৪.কম-কে বলেন, ককটেল বিস্ফোরণের পর আমরা সংশ্লিষ্ট পুলিশ জায়গাটি ঘিরে রেখেছি। ইতোমধ্যে ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট, সিআইডি ও ডিবির টিম এসেছেন। এখনো নিশ্চিত হতে পারেনি কিভাবে ককটেল বিস্ফোরিত হলো।

ককটেল বিস্ফোরণের ঘটনায়, ২ জন পুলিশ সদস্য ও ২ জন পথচারী আহত হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর