নুসরাত হত্যা মামলায় ১৬ আসামি শনাক্ত, দ্রুত চার্জশিট

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 21:09:05

ফেনীর সোনাগাজী উপজেলার মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার ১৬ জন আসামিকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। আসামিদের বিরুদ্ধে দ্রুত আদালতে চার্জশিট দেওয়া হবে।

রোববার (২৮ এপ্রিল) বিকেলে পিবিআই এর প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

পিবিআই'র প্রধান বলেন, 'ফেনীর সোনাগাজী উপজেলার মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার ১৬ জন আসামিকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে পেরেছি আমরা। তাদের বিরুদ্ধে দ্রুত বিজ্ঞ আদালতে চার্জশিট জমা দেওয়া হবে। তবে কখন দেওয়া হবে তা এখন বলা যাচ্ছে না। আশা করা যায়, মে মাসেই এই চার্জশিট জমা দেওয়া হবে।'

পিবিআই সূত্রে জানা গেছে, এ পর্যন্ত পিবিআই ২২ জন আসামিকে গ্রেফতার করে। এর মধ্যে ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ৭ জন রিমান্ডে রয়েছেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ নুসরাতের মা শিরীনা আক্তার মামলা করার পরদিন সিরাজকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলা প্রত্যাহার না করায় ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে মাদরাসা একটি ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে আগুন দেয় বোরকা পরা কয়েকজন। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত।

এ সম্পর্কিত আরও খবর