ব্র্যাকের শিক্ষার্থী নিহত: কাভার্ড ভ্যান চালক আটক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-14 11:25:53

কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য নিহতের ঘটনায় কাভার্ড ভ্যানটিসহ চালককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এডিসি হাফিজ আল ফারুক বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘যে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রী ফাহমিদা হক লাবণ্যের মর্মান্তিক মৃত্যু হয় সে ঘাতক কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রোববার (২৭ এপ্রিল) সকালে এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার তার কার্যালয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।’

আরও পড়ুন: ব্র্যাকের শিক্ষার্থী লাবণ্য নিহতের ঘটনায় উবার চালক আটক

এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১টা ২৫ মিনিটে পলাতক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের মোটরসাইকেল চালক সুমনকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শেরেবাংলা নগরের হৃদরোগ হাসপাতালের সামনে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় উবারের মোটসাইকেল আরোহী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য ঘটনাস্থলে নিহত হন।

আরও পড়ুন: 

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

ফাইনালের খাতা দেখা হলো না ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লাবণ্যের

এ সম্পর্কিত আরও খবর