বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো খুলনা দিবস

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-09-01 14:20:21

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো খুলনা দিবস। সমৃদ্ধ খুলনা গড়ার প্রত্যয় নিয়ে দিবসটি পালন করেন খুলনাবাসী।

খুলনা জেলার ১৩৭ বছর পূর্তি উপলক্ষ‌ে শনিবার (২৭ এপ্রিল) সকালে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি শোভাযাত্রা বের করে। নগরীর মজিদ সরণি থেকে বের হয়ে শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় খুলনার তাৎপর্য তুলে ধরেন বক্তারা।

দুপুরে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ‘মেজবান’। এ আয়োজনে অংশগ্রহন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিত কুমার পোদ্দার, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৮৪২ সালে খুলনা মহকুমা হয়। ১৮৮২ সালের ২৫ এপ্রিল খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সাল থেকে এই দিনে খুলনা দিবস পালিত হয়ে আসছে।

এ সম্পর্কিত আরও খবর