শ্রীলঙ্কায় হামলার ঘটনায় ময়মনসিংহে নিরাপত্তা জোরদার

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেট ময়মনসিংহ বার্তা২৪.কম | 2023-08-25 00:25:21

শ্রীলঙ্কায় হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ময়মনসিংহে খ্রিস্টান ধর্মালম্বীসহ বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে নগরীর ভাটিকাশরস্থ গির্জা ও হোলি ফ্যামিলি স্কুল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। এ সময় সেখানে অবস্থানরতদের খোঁজ খবর নেন তিনি। তাদের নিরাপত্তার জন্য নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরার মাধ্যমে পুরো নগরীতে নজর রাখছে পুলিশ।

এ বিষয়ে শাহ আবিদ হোসেন বলেন, ‘নাশকতা প্রতিরোধে নগরজুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে। শ্রীলঙ্কার ঘটনায় ময়মনসিংহে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতে দেওয়া হবে না।’

এমন নিরাপত্তা ব্যবস্থায় খুশি সাধারণ মানুষ। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বলছেন, সব ধর্মেই বলা আছে শান্তির কথা। ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির আমাদের দেশ। সকলকে এ শিক্ষা নেওয়ার আহ্বান তাদের।

উল্লেখ্য, রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কার তিনটি গির্জায় ও হোটেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এ হামলায় এখন পর্যন্ত ৩২১ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩৮ জন বিদেশি নাগরিক।

এ সম্পর্কিত আরও খবর