নিথর জায়ানকে দেখতে শেখ সেলিমের বাড়িতে প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-18 12:07:50

শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহত জায়ান চৌধুরীর মরদেহ দেখতে তার নানা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় সেখানে যান প্রধানমন্ত্রী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধানমন্ত্রী সেখানে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রধানমন্ত্রী বাড়ির গেটে পৌঁছালে শেখ সেলিম তাকে স্বাগত জানান। শেখ হাসিনাকে দেখে আবারো কান্নায় ভেঙ্গে পড়েন শেখ সেলিম।

এদিকে শেখ সেলিমের বাড়িকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে দুপুর পৌনে ১টার দিকে শ্রীলঙ্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এর পর দুপুর দেড়টার দিকে বিমানবন্দর থেকে জায়ানের লাশ সরাসরি বনানীর ২ নম্বর রোডের ৯ নম্বরে তার নানার (শেখ সেলিম) বাসভবনে নিয়ে আসা হয়।

আজ বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবে ছোট্ট শিশু জায়ান। সে উত্তরার সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

এ সম্পর্কিত আরও খবর