রানা প্লাজা ট্রাজেডি: কাফনের কাপড় পরে নিহতদের স্মরণ

ঢাকা, জাতীয়

লোটন আচার্য্য, উপজেলা করেসপন্ডেন্ট, সাভার, বার্তা২৪.কম | 2023-09-01 14:57:52

কাফনের সাদা কাপড় পরে ধসে পড়া রানা প্লাজার নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে শ্রমিক সংগঠন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি।

বুধবার (২৪ এপ্রিল) সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে কাফনের কাপড় পরে ফুলেল শ্রদ্ধা জানায় তারা।

এ সময় সংগঠনটির সভাপ্রধান তাসলিমা আক্তার রানা প্লাজার হতাহতদের স্মরণ করে জানান, ৬ বছর পার হলেও এখনো রানা প্লাজার মালিক সোহেল রানার শাস্তি হয়নি। ওই ঘটনায় ৪১ জনের বিরুদ্ধে মামলা হয়েছিল। তবে তাদের অনেকেই গ্রেফতার হলেও জামিনে আছে। অনেকে আবার জেল থেকে বের হয়ে পালিয়ে গেছে।

এ সময় দোষীদের দ্রুত শাস্তি দেয়া, শ্রমিকদের নিরাপত্তা এবং ক্ষতিপূরণের দাবি করেন তিনি।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৩ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত রানা প্লাজায় বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। পরে ২৪ এপ্রিল সকালে ৯ তলা ভবনটি ধসে পড়ে। এ সময় রানা প্লাজায় কয়েকটি পোশাক কারখানায় ৪ হাজারেরও বেশি শ্রমিক কর্মরত ছিলেন। ধসে পড়া রানা প্লাজা মুহূর্তেই পরিণত হয় এক মৃত্যুপুরীতে। প্রাণ হারায় ১ হাজার ১৩৬ জন এবং আহত হন ২ হাজার ৪৩৮ জন। আহতদের মধ্যে অনেকেই পঙ্গু অবস্থায় জীবন কাটাচ্ছেন। আবার অনেকেই ভুগছেন মানসিক ভারসাম্যহীনতায়।

এ সম্পর্কিত আরও খবর