এতদিন কোথায় ছিলেন উৎপল দাস?

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ১ | 2023-08-20 02:40:51

নিখোঁজ হওয়ার দুই মাসেরও বেশি সময় পর মঙ্গলবার রাতে বাড়ি ফিরেছেন অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমডটকমের সাংবাদিক উৎপল দাস। গতরাতে তাকে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় নামিয়ে দেয়া হয় একটি গাড়ি থেকে, আর খবর পেয়ে তাকে স্থানীয় ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। এতদিন তাকে কোথায় রাখা হয়েছিল, সেই প্রশ্নের উত্তরে উৎপল দাস বলেন, আসলে কোথায় ছিলাম সেটি নিজেও জানি না। আমাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল। "জঙ্গলে একটা টিনশেড ঘরের মধ্যে আমাকে আটকে রাখা হয়। প্রথম দিকে মাঝে মাঝে বলে এত টাকা তোর আছে, তুই টাকা দে। টাকা দিলে তোকে ছেড়ে দেব। তার পর যেহেতু আমি টাকা দিতে পারি নাই, শেষ দিকে তারা এসে আমাকে বলেছে- তুই যেহেতু টাকা দিতে পারিস নাই মেরে ফেলব।" উৎপল আরও জানান, ধানমণ্ডির একটি রেস্তোরাঁয় সামনে থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে যায় একটি লোক। তবে তারা কারা সে সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি। মঙ্গলবার রাতে তাকে গাড়ি থেকে নামিয়ে সময় তাকে বলা হয়েছিলো- "তোর ফোনে চার্জ আছে, তুই বাড়ি চলে যা। পেছন ফিরে তাকাবি না।" আর পেছনে ফিরে তাকাননি উৎপল। পরে এক পেট্রলপাম্পে গিয়ে তিনি ফোন করেন বাড়িতে। নরসিংদী থেকে তার পরিবারের সদস্যরা সেখানে পৌঁছলে উৎপল দাসকে তাদের কাছে হস্তান্তর করে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর