চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশসহ আটক ৩

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-08-25 18:00:34

খুলনায় চাঁদাবাজির অভিযোগে পুলিশের দুই এএসআইসহ ৩ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) গভীর রাতে খুলনা নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় একটি বাড়িতে নারী দিয়ে ফাঁসিয়ে এক যুবককে আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে সদর থানার এএসআই সিফাত, সোনাডাঙ্গা থানার এএসআই মিরান ও ফাতেমা (৪২) নামের এক নারীকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী যুবক মামলা দায়ের করবেন বলে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান, নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৪নং রোডের একটি বাসায় মো. মনির হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৪২) ভাড়া থাকেন।

গত ২২ এপ্রিল (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে ওই বাড়িতে ভুক্তভোগী যুবক সঞ্জিৎ শীলকে এক যুবতী নারীকে দিয়ে ফাঁসিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে এএসআই সিফাত ও এএসআই মিরান। পরবর্তীতে ২৭ হাজার ৫শ’ টাকা দিয়ে মুক্তি পান ওই যুবক। এ ঘটনার বিষয়ে তিনি সদর থানা পুলিশকে অবগত করলে পুলিশ রাতেই ওই বাড়িতে অভিযান চালিয়ে ফাতেমা বেগমকে আটক করে। এরপর তার তথ্য মতে এএসআই সিফাত ও মিরানকে আটক করা হয়।

এ সম্পর্কিত আরও খবর