সুচিন্তা'র জঙ্গিবাদ বিরোধী সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 21:37:12

'জাগো তারুণ্য রুখো জঙ্গিবাদ' শীর্ষক জঙ্গিবাদ বিরোধী সুচিন্তা ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজধানীর সাত মসজিদ রোডের গ্রাফিক্স আর্টস ইন্সটিটিউটে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই শ্রীলঙ্কায় ভয়াবহ জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করা হয়।

এতে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইস্রাফিল আলম বলেন, 'স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি শত্রুরাই জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে দেশকে পিছিয়ে দিচ্ছে।'

তিনি বলেন, 'জঙ্গিবাদ শুধু বাংলাদেশের বিষয় না, এটা এখন বৈশ্বিক আতঙ্কের নাম। দেশে জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রীর ভূমিকা প্রশংসনীয়। আর আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর অসাধারণ দক্ষতায় বাংলাদেশে জঙ্গি দমন সম্ভব হয়েছে, কিন্তু নির্মূল হয়নি।'

সুচিন্তা ফাউন্ডেশনের ডিরেক্টর কানতারা খান বলেন, 'বছরব্যাপী জঙ্গিবাদের বিরুদ্ধে তরুণদের মাঝে সচেতনতা গড়ে তোলার উদ্যোগে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সিরিজ সেমিনারের আয়োজন করেছে সুচিন্তা ফাউন্ডেশন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। বাংলাদেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাচ্ছে। কেউ বাধা দিতে পারবে না। এই উন্নয়নের পথ ধরেই আমরা এগিয়ে যাব। জয় বাংলার চেতনা এগিয়ে যাবে। গড়ে উঠবে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’। যেখানে থাকবে না ধর্মের নামে হানাহানি, থাকবে না জঙ্গি ও জঙ্গিবাদ।'

জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তরুণ শিক্ষার্থীদের একত্রিত হওয়ার আহবান জানান অর্থনীতিবিদ ড. আহমেদ আল কবির। তিনি বলেন, 'ভ্রান্ত আদর্শের উপর ভর করে তরুণ এবং তরুণীরাও জঙ্গি হয়ে ওঠে। আর এই আদর্শ ছড়িয়ে দিচ্ছে কতিপয় গোষ্ঠী, ধর্মের নামে তরুণ-তরুণীদের মিথ্যা ধর্মীয় প্রলোভন দেখিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করছে। প্রচুর অর্থ জঙ্গিবাদের পিছনে ঢালা হচ্ছে। অর্থ যোগানো হচ্ছে। তাদের মেডিকেল কলেজ, রিয়েল এস্টেট কোম্পানি, ব্যাংক-বীমা অনেক প্রতিষ্ঠান রয়েছে। এই সব ব্যবসা ও অর্থায়ন চিহ্নিত ও নিষিদ্ধ করতে হবে।'

উল্লেখ্য, সুচিন্তা জঙ্গিবাদের বিরুদ্ধে নিয়মিত বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করে আসছে।

আজ সারা বেলার সম্পাদক জব্বার হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ নিহার রঞ্জন দাস সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরও খবর