রাজধানীতে মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ, ৬৬ লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-24 21:26:02

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পচা-মেয়াদোত্তীর্ণ খেজুর নতুন প্যাকেটে ভরে বাজারজাত করার দায়ে মৌসুমি ট্রেডার্স ও মনির এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠানকে ৬৬ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের একটি ভাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাদামতলীতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানে সহযোগিতা করে বিএসটিআই ও র‌্যাব-৩।

অভিযান শেষে র‍্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, সামনে পবিত্র রমজান মাস। এই মাসে দেশে বিপুল পরিমাণ খেজুরের চাহিদা থাকে। এ সুযোগটাই নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা, পচা ও মানহীন খেজুর বাজারজাত করে আসছে। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানকে জরিমানাসহ ছয়জনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৬ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট বলেন, বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত করেছিল। মানহীন এসব খেজুর প্যাকেটে ভরে নতুন করে মেয়াদের ট্যাগ লাগানো হয়েছে। তারা নিজেরাই ট্যাগ বানিয়ে নিজেদের মতো করে মেয়াদের তারিখ বসিয়ে বাজারজাত করছিল।

 

এ সম্পর্কিত আরও খবর