মাগফেরাত কামনায় আজিমপুর কবরস্থানে ভিড়

ঢাকা, জাতীয়

ফটো স্টোরি- সুমন শেখ, স্টাফ ফটোকরেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 13:52:11

মুসলিম জীবনে শবে বরাত অন্যতম একটি দিন। শবে বরাত ফারসি শব্দ। শব মানে রাত, বরাত মানে মুক্তি; শবে বরাত অর্থ মুক্তির রাত। এর আরবি হলো- ‘লাইলাতুল বারাত।’ হাদিস শরিফে এ রাতকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্যরাত বলা হয়েছে।

এ উপলক্ষে রোববার (২১ এপ্রিল) রাতে মাগফেরাত কামনায় রাজধানীর পুরান ঢাকার কবরস্থানে স্বজনদের ভিড় ছিল।



প্রত্যেকে নিজ নিজ স্বজনের কবরের পাশে দাড়িয়ে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করছেন।

 

কবর জিয়ারতে ছোট থেকে বৃদ্ধা সব বয়সী লোকদের দেখা গেছে।

জিয়ারত শেষে গরিব অসহায় ও ভিক্ষুকদের দান করতে দেয়া গেছে অনেককে।

তাদের বিশ্বাস, দোয়া ইসতেগফার ও দান স্বজনদের কাছে পৌঁছে। যার বিনিময়ে সৃষ্টিকর্তা কবর আযাব মাফ করে আত্মার শান্তি দান করবেন এবং বেহেসত নসিব করবেন।

 

রাত থেকে শুরু করে ফজরের পরও অনেকে এসেছেন কবর জিয়ারতে।

এ সম্পর্কিত আরও খবর