যুবলীগের দু’পক্ষের গুলি বিনিময়, গুলিবিদ্ধ ৫

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-30 10:59:03

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালু মহালের ইজারা আদায়কে কেন্দ্র করে পৌর যুবলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে যুগ্ম আহ্বায়ক তাজমুন আহমেদসহ ৫ জন গুলিবিদ্ধ এবং ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার (২১ এপ্রিল) রাতে পৌর এলাকার চাঁদনী সিনেমা হল মোড়ে এ ঘটনা ঘটে।

এদিকে গুলিবিদ্ধ তাজমুন আহমেদ, লিমন, বিপুল, আল আমিন ও হৃদয়কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাজমুন, হৃদয় ও বিপুলকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ব্রহ্মপুত্র নদের বালু মহালের ইজারা আদায় নিয়ে পৌর যুবলীগের আহ্বায়ক কাউসার আহমেদ ও যুগ্ম আহ্বায়ক তাজমুন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরেই দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান জানান, রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর