শ্রীলংকায় সিরিজ বোমা হামলার ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নিন্দা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 01:40:52

শ্রীলংকায় সিরিজ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (২১ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ নিন্দা জানান। তিনি বলেন, `এ হামলা অত্যন্ত নিন্দনীয় এবং মানবতার ওপর তীব্র আঘাত।’

এ পরিস্থিতিতে সকলকে মানসিকভাবে শান্ত থাকার আহ্বান জানান।

তিনি নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন । প্রতিমন্ত্রী শ্রীলংকার সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।ৎ

উল্লেখ্য, শ্রীলংকার রাজধানী কলম্বোতে রোববার (২১ এপ্রিল) তিনটি গির্জা ও তিনটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫৬ জন নিহত হয়েছেন এবং অন্তত ৪০০ জনেরও অধিক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলংকায় গৃহযুদ্ধ সমাপ্তির পরে এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা।

এ সম্পর্কিত আরও খবর