রাজশাহীর আম বাগানগুলোতে পুলিশের নজরদারি শুরু

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-22 23:13:14

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রাজশাহীর আম বাগানগুলোতে পুলিশের নজরদারি শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ।

রোববার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এসপি মো. শহিদুল্লাহ বলেন, 'রাজশাহী জেলার আম সারাদেশ ছাড়াও বিদেশে রফতানি হয়। এ কারণে আমে যাতে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এমন কোনো কেমিক্যাল ব্যবহার না হয় তা নিশ্চিত করতে এরই মধ্যে বাগান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিভিন্ন উপজেলার আম বাগানগুলো মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে।'

পুলিশ সুপার আরও বলেন, 'মাদকের বিষয়ে রাজশাহীতে জিরো টলারেন্সনীতি বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য প্রতিদিনই অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ হচ্ছে। আটক হচ্ছে মাদক ব্যবসায় জড়িতরাও। ফলে রাজশাহীতে মাদক অনেকটা নিয়ন্ত্রণে বলা যায়।'

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা রাখেন, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখায়ের আলম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর