ছাত্রাবাস ও পদ্মার চরে পুলিশের নজরদারি

রাজশাহী, জাতীয়

শাহরিয়ার হাসান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 16:23:00

রাজশাহী থেকে: দুই সপ্তাহ আগে একাধিক মাদকের মিশ্রণে মদ্যপান করায় প্রাণ গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর। এই ঘটনার পর থেকে নড়েচড়ে বসেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। জোর দিয়েছেন মাদকবিরোধী অভিযানে।

সদ্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ অফিসারদের নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের শিক্ষার্থীরা যেসব ছাত্রাবাসে থাকেন, সেসব ছাত্রাবাসে আগে পুলিশ অভিযানে না গেলেও এখন যাবে।

তাছাড়া সন্ধ্যার পর পদ্মার চর এলাকায় ঘোরাফেরা করা শির্ক্ষাথীদের ওপর সাদা পোশাকের পুলিশ নজর রাখবে। পুলিশ কর্মকর্তারা বলেন, মদ্যপানে শিক্ষার্থীদের এ মৃত্যুর দায় নেবেন না তারা। তাই হঠাৎ এমন অভিযানের সিদ্ধান্ত। 

বৈঠকে উপস্থিত একাধিক পুলিশ কর্মকর্তার সূত্রে বার্তা২৪.কম বিষয়টি নিশ্চিত হয়েছে।

নগরীর বোয়ালিয়া থানার অন্তর্ভুক্ত এলাকায় সবচেয়ে বেশি ছাত্রাবাস। জানতে চাইলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বার্তা২৪.কম-কে বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আত্মসম্মানের কথা বিবেচনা করে আমরা কখনোই ছাত্রাবাসগুলোতে মাদকবিরোধী অভিযান চালাইনি। তবে এর আগে শিবিরের ছাত্রাবাসগুলোতে জঙ্গিবিরোধী বা সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছিল।’

‘সম্প্রতি দুই শির্ক্ষাথীর মৃত্যুর পর আমাদের কাছে তথ্য এসেছে, একাধিক ছাত্রাবাসে নিয়মিত মাদকের আড্ডা হচ্ছে। তাই পুলিশ কমিশনারের নেতৃত্বে ছাত্রাবাসে মাদকবিরোধী অভিযান চালানো শুরু করেছি।’ 

এদিকে সরোজমিনে নগরীর উপভদ্রা, বাসার রোড, মোন্নাফের মোড় এলাকার ছাত্রাবাসগুলো ঘুরে, সাধারণ শির্ক্ষাথীদের মধ্যে এক ধরণের আতঙ্ক লক্ষ করা গেছে।

রামচন্দ্রপুর ছাত্রাবাসের রুয়েটের কম্পিউটার সাইন্সের শেষ বর্ষের শিক্ষার্থী জাবেদ আহমেদ বার্তা২৪.কম-কে বলেন, ‘ছাত্রাবাসে পুলিশের অভিযানের কথা আমরা শুনেছি। বিষয়টিকে স্বাগত জানায়। তবে এতে যেন সাধারণ কোনো শির্ক্ষাথী ক্ষতিগ্রস্ত না হয়।’

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা আমান উল্লাহ বলেন, ‘যে এনএন  ছাত্রাবাসে রাবির শিক্ষার্থীরা মদ্যপান করেছিল, ঐ ছাত্রাবাসে মোট ৬৬ জন শিক্ষার্থী ছিল। যাদের মধ্যে ৬৪ জনই রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের। উচ্চশিক্ষিত বা যারা ভবিষ্যতে দেশ পরিচালনা করবেন, তাদের বাসস্থানে মাদকবিরোধী অভিযানে যাওয়া সত্যি আমাদের জন্য দুঃখজনক।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিন পুলিশ (আরএমপি) কমিশনার হুমায়ুন কবির বার্তা২৪.কম-কে বলেন, ‘সরকার মাদক ও জঙ্গির বিষয়ে জিরো টলারেন্স। মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। আগামী ১০ দিন মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলবে।’

এই পুলিশ কমিশনার বলেন, ‘পদ্মার চর এলাকায় সন্ধ্যায় পুলিশের নিয়মিত টহলের ব্যবস্থা করা হয়েছে। এসব এলাকায় অনেক শিক্ষার্থী যাওয়া-আশা করে। তাদের ওপর সাদা পোশাকের পুলিশ নজর রাখবে।’

এ সম্পর্কিত আরও খবর