রেলের হারানো যৌবন ফিরিয়ে আনতে চাই: রেলমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 17:36:09

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘ব্রিটিশ আমল থেকে চলে আসা ট্রেন সেবার একটা নাম ছিল, ঐতিহ্য ছিল। আজ তা হারাতে বসেছে। তাই আমরা রেলের সেই হারানো যৌবন আমরা ফিরিয়ে আনতে চাই।’

শনিবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর আইডিইবি ভবনে ‘জনপ্রত্যাশার আলোকে আধুনিক ও উন্নত রেল সেবা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘দেশের প্রথম যোগাযোগের মাধ্যম ছিল রেল ও নৌপথ। রেলের সেই সুদিন আমরা ফিরিয়ে নিতে চাই। পৃথিবীর অন্যান্য দেশ যত উন্নত হয়েছে তাদের রেল সেবাও তত উন্নত করেছে। আমরা আমাদের রেল সেবাকে আরও উন্নত করে, জনপ্রত্যাশিত রেল ব্যবস্থা গড়ে তুলে রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করব।’

তিনি আরও বলেন , ‘রেল সেবাকে নিয়ে আমরা যে পরিকল্পনা করেছি। সেগুলো যদি সঠিক বাস্তবায়ন করতে পারি, তাহলে রেল আগের থেকে ভালো সেবা দিতে পারবে।’

বিএনপি সরকারের সমালোচনা করে বলেন, ‘৭৫ সালের পরবর্তী সরকারগুলো লক্ষ্যহীনভাবে শুধু দেশ পরিচালনা করে নাই। তারা লক্ষ্যহীনভাবে রেল ব্যবস্থা পরিচালনা করেছেন। ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকার ১০ হাজার কর্মচারীর গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে বিদায় করে রেলওেয়েকে একটি কোম্পানিতে পরিণত করার অপচেষ্টা করেছিল।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রেলমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সরকার ঐতিহ্যবাহী রেলওয়েকে গর্বের জায়গায় নিয়ে আসার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। তার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে।’

জনগণের কাছে সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, ‘রেল সেবা আজ যেটুকু পিছিয়ে আছে সামনের দিনে তা থাকবে না। আপনাদের সকলকে নিয়ে রেলকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কর্তৃক আয়োজিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন- রেলওয়ে মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি একেএমএ হামিদ, বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি দিলীপ কুমার ভৌমিক সহ রেলের অন্যান্য কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর