ভাইকে অপহরণ করে বাবার কাছে মুক্তিপণ দাবি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 11:20:48

নারায়ণগঞ্জের মো. মারুফ জামিল (২৬) টাকার লোভে দুই সহযোগীকে দিয়ে নিজের ছোট ভাই ক্লাস সেভেনের ছাত্র ফাহাদ জামিলকে (১৪) স্কুল থেকে বাসা যাওয়ার পথে অপহরণ করায়। পরে সহযোগীদের দিয়ে বাবার কাছে ছোট ভাইয়ের মুক্তির জন্য ৬০ লাখ টাকা দাবি করে মো. মারুফ জামিল। বাবা-মা তাকে এ ঘটনায় সন্দেহ না করে, সে জন্য মারুফ জামিল নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এছাড়া র‌্যাব-১১ এর কার্যালয়ে ছোট ভাই নিখোঁজের অভিযোগও দেন।

শুক্রবার (১৯ এপ্রিল) র‍্যাব-১১ এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ৩টা থেকে শুরু করে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার নগর কসবা এলাকা থেকে মারুফ জামিল ও তার দুই সহযোগী মো. জিসান (১৮) ও মো. সোহান শেখকে (২১) গ্রেফতার করা হয়। এর আগে বুধবার (১৭ এপ্রিল) ফাহাদ জামিলকে উদ্ধার করা হয়।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা জানায়, বুধবার সকাল ১০টায় মো. মারুফ জামিলের নির্দেশে মো. জিসান ও মো. সোহান শেখ নারায়ণগঞ্জ হাই স্কুলের সামনে থেকে ফাহাদ জামিলকে অপহরণ করে। পরে ভিকটিমকে আটকে রেখে মোবাইল ফোনের মাধ্যমে তার বাবার নিকট ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই অপহরণের ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সকল পরিকল্পনা ও কাজ সম্পূর্ণ হয় ভিকটিমের বড় ভাই মো. মারুফ জামিলের নির্দেশে। বাবা মার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য মো. মারুফ জামিল ছোট ভাইকে অপহরণের পরিকল্পনা করে।’

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর