মগবাজার-মৌচাক উড়ালসড়কেও যুক্ত হচ্ছে সিঁড়ি

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-24 14:33:10

মগবাজার-মৌচাক উড়ালসড়কেও বানানো হচ্ছে সিঁড়ি। ইতোমধ্যে উড়ালসড়কের মালিবাগ অংশে সড়ক বিভাজকের ওপর লোহার অ্যাঙ্গেল দিয়ে সিঁড়ি বানানো হয়েছে। সিঁড়ির ওপরের অংশে বসানো হবে পুলিশ বক্স। যদিও এর আগে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কেও এ ধরনের সিঁড়ি বসানো হয়েছিল। পরে উচ্চ আদালতের নির্দেশে তা অপসারণ করা হয়। জানা গেছে, উড়ালসড়কের ওপর ট্রাফিক সিগন্যারের দায়িত্বরত পুলিশ সদস্যদের ওঠানামার জন্য এই সিঁড়ি করা হচ্ছে। এ বিষয়ে উড়ালসড়কটির বাস্তবায়ন কর্তৃপক্ষ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও এই উড়ালসড়ক প্রকল্পের পরিচালক সুশান্ত কুমার পাল জাগো নিউজকে বলেন, এই সিঁড়ি শুধু পুলিশ সদস্যদের সুবিধার্থে বানানো হচ্ছে। উড়ালসড়কের ওপর সিগন্যালে দায়িত্ব পালন করতে আসা ট্রাফিক পুলিশের সমস্যা হচ্ছিল। তাই ট্রাফিক পুলিশের অনুরোধে শুধু তাদের যাতায়াতের জন্য এই সিঁড়ি বানানো হচ্ছে। ফ্লাইওভারটির মালিবাগ-মৌচাক অংশের নির্মাতা প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন। জানা গেছে, নির্দেশ অনুযায়ী তারাই এই সিঁড়ি ও পুলিশ বক্স বানিয়ে দিচ্ছে। এর খরচ প্রকল্পের ব্যয় থেকে দেয়া হবে। উল্লেখ্য, গত ২৬ অক্টোবর উদ্বোধনের মাধ্যমে খুলে দেয়া হয় রাজধানীবাসীর দীর্ঘ প্রতীক্ষার মৌচাক-মালিবাগ-মগবাজার উড়ালসড়কটি। প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ তিন তলাবিশিষ্ট চার লেনের এই উড়ালসড়কটি ভূমিকম্প সহনশীল। দৈর্ঘ্যের দিক দিয়ে এটি দেশে দ্বিতীয়।

এ সম্পর্কিত আরও খবর