রাজশাহীতে পুকুরে মিললো সাড়ে ২৬ কেজি ওজনের বিষ্ণুমূর্তি

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-30 07:20:37

রাজশাহীর দূর্গাপুর উপজেলার বড়ইল গ্রামের পুকুরে একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি পাওয়া গেছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে গ্রামের জোহর সরকারের প্রাচীন ‘পদ্মপুকুর’ সংস্কারের সময় মূর্তিটি পান স্থানীয় শ্রমিকরা।

পরে তারা পুলিশ খবর দিলে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বার্তা২৪.কম-কে জানান, বড়ইল গ্রামের ‘পদ্মপুকুর’ বেশ প্রাচীন। ওই পুকুর সংস্কারের সময় বিষ্ণুমূর্তিটি পাওয়া গেছে। মূর্তিটি বর্তমানে থানায় রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ওসি বলেন, 'মূর্তিটির ওজন ২৬ কেজি ৫০০ গ্রাম। উচ্চতায় মূর্তিটি ৩০ ইঞ্চি। ধারণা করা হচ্ছে, বিষ্ণুমূর্তিটি কয়েকশো বছরের পুরনো। মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটির মূল্যমান প্রায় অর্ধকোটি টাকা।'

এ সম্পর্কিত আরও খবর