বিকাল ৫টা পর্যন্ত সময় চেয়েছে বিজিএমইএ

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 20:55:01

ঢাকা: তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ -এর পুরনো ভবনে থাকা মালামাল সরিয়ে নিতে মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল ৫টা পর্যন্ত সময় চেয়েছে সংগঠনটি।

দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন বিজিএমইএ -এর পুরনো ভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান রাজধানী উন্নয়ন কতৃপক্ষের (রাজউক) নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান।

তিনি বলেন, মালামাল সরিয়ে নিতে বিজিএমইএ বিকাল ৫টা পর্যন্ত সময় চেয়েছে। তবে সে সময় দেওয়া হবে কিনা, তা বিবেচনা করা হবে। ভেতরে থাকা দু’টি ব্যাংক তাদের ভল্টের টাকা সরিয়ে নিচ্ছে।

রাজউকের ম্যাজিস্ট্রেট জানান, আমাদের টেকনিক্যাল টিম আছে। ভবন ভাঙার প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করা হবে, তা তারা জানাবে। প্রথম দিকে ভবটির বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

খন্দকার অলিউর রহমান বলেন, বিজিএমইএকে ১২ এপ্রিলের মধ্যে ভবন খালি করতে বলা হয়েছিল। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। তাই কাজে বিলম্ব হচ্ছে।

আরও পড়ুন: ডিনামাইট দিয়ে ভাঙা হবে বিজিএমইএ ভবন

এ সম্পর্কিত আরও খবর