পাটকল শ্রমিকদের ধর্মঘট স্থগিত

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-08-19 14:08:19

খুলনাসহ সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের চলমান ৯৬ ঘণ্টা ধর্মঘটসহ সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্র‌িল) রাত ১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন।

সোমবার (১৬) ঢাকায় শ্রম অধিদফতরে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে পাটকল শ্রমিক লীগ ও রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ নেতারা এমন সিদ্ধান্ত নেন।

আগামী ২৫ এপ্রিলের মধ্যে বকেয়া সাপ্তাহিক মজুরি পরিশোধ, ১৮ মে’র মধ্যে মজুরি কমিশন বাস্তবায়ন এবং পবিত্র লাইলাতুল বরাতের জন্য আগামী ১৮ এপ্র‌িল এক সপ্তাহের মজুরি দেয়ার লিখিত চুক্তির পর রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আন্দোলন-কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

তবে এ সিদ্ধান্তের কথা গতরাতে মোবাইলে জানানো হলেও দেশের ২৬টি পাটকল এলাকায় গিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও বৈঠক থেকে শ্রমিক নেতারা জানিয়েছেন।

সভায় সভাপতিত্ব করেন শ্রম অধিদফতরের মহাপরিচালক মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এছাড়া বিজেএমসির চেয়ারম্যান, পরিচালক, পাটকল শ্রমিকলীগ, সারাদেশের সিবিএ-ননসিবিএ নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর