নুসরাতের ভাইকে 'অন কন্ডিশনে' চাকরি দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-25 01:55:51

ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে হত্যা করা মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমানকে 'অন কন্ডিশনে' চাকরি দিয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংক।
 
সোমবার (১৫ এপ্রিল) নুসরাতের পরিবার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে নোমানের হাতে ব্যাংকের নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
এসময় এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী ছাড়াও নুসরাতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
জানা গেছে, ব্যাংকটিতে 'ট্রেইনি এসিস্ট্যান্ট অফিসার’ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নোমানকে। তবে তার যেহেতু স্নাতক শেষ হয়নি তাই তাকে স্নাতক শেষ করেই পদে যোগদান করতে হবে।
 
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলার সূত্র ধরে ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
 
১০ এপ্রিল নুসরাত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান।

এ সম্পর্কিত আরও খবর