নুসরাত হত্যায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত: মোশাররফ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-18 18:41:30

ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে 'গণতন্ত্র ও আইনের শাসন: কোন পথে বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে আদর্শ নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন।

খন্দকার মোশাররফ বলেন, 'অতীতে তনুসহ অনেককেই হত্যা করা হয়েছে, তাদের বিচার হয়নি। কিছুদিন আগে একটি নৃশংস ঘটনা ঘটানো হলো, নুসরাতকে হত্যার মাধ্যমে, কারা এটা করেছে? আওয়ামী লীগের নেতা-কর্মীরা করেছে। যারা এটা করেছে তারা স্বীকার করেছে। আমরা শুনতে পাচ্ছি যে উপজেলা আওয়ামী লীগ এবং মন্ত্রীরা অন্যভাবে বক্তব্য দিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করছে।'

তিনি বলেন, ‘ওই ধর্ষকের পক্ষে কারা মিছিল করেছে? স্থানীয় আওয়ামী লীগের নেতারা করেছে। আবার উপরের লোকজন মাদরাসা শিক্ষা নিয়ে কটাক্ষ করছেন। কিন্তু সেটা একটা ব্যক্তি করেছেন, আর সেই ব্যক্তি আওয়ামী লীগ করেন। আমার বিশ্বাস সে যদি আওয়ামী লীগ না করতেন তাহলে এ ধরণের নৃশংস কাজ সে করতে পারতেন না।’

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ‘যে হত্যাকাণ্ড সারা দেশকে নাড়া দিয়েছে সেই অপরাধীরা আওয়ামী লীগের বলে তারা বহিষ্কৃত হন, কিন্তু গ্রেফতার হন না। গুম, খুন, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, অন্যায়, অবিচার, অত্যাচার কোন অপকর্ম করেন নাই তারা? এইসব অপকর্মে ভীত হয়ে ৩০ ডিসেম্বর ভোট ডাকাতি করেছে সরকার।’

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাভোগ সম্পর্কে সাবেক এই মন্ত্রী বলেন, ‘মিথ্যা মামলায় বেগম জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। যে মামলায় তাকে সাজা দেয়া হয়েছে, সেই মামলায় তার কোনো সম্পৃক্ততাই নেই। অন্যায়ভাবে ১৩ মাস যাবত তিনি কারাভোগ করছেন। এক দেশে দুই আইন হতে পারে না। আওয়ামী লীগের জন্যে এক আইন এবং বিএনপির জন্যে অন্য আইন তা হতে পারে না। তাই ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলনের মাধ্যমে দেশে আইনের সুশাসন এবং অন্যায় অবিচার, মুক্ত গণতন্ত্রের দেশ প্রতিষ্ঠা করতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগ‌রিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতউল্লাহ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর