মুক্তিযুদ্ধে জিয়ার ভূমিকা নিয়ে সন্দিহান ডেপুটি স্পিকার

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-21 00:30:14

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, ৭ই মার্চে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন তা হলো রাজনীতির গুরুত্বপূর্ণ দলিল ও ঐতিহ্য। মানুষকে মুক্তিযুদ্ধের দিকে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ করেছিল এ ভাষণ। এ ভাষণকে ইউনেস্কোও স্বীকৃতি দিয়েছে। অথচ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর ভাষণকে নিষিদ্ধ করেছিলেন। এতেই বোঝা যায়, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবস্থান কী ছিল। তিনি কোথায় যুদ্ধ করেছেন, কার বিরুদ্ধে যুদ্ধ করেছেন এ বিষয়ে তার সহকর্মীদের কাছে জানতে চাইলে কী জবাব আসবে তা ভালো করেই জানি। গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিবি) ভবনে বাংলাদেশ অর্থনীতি সমিতির তিন দিনব্যাপী ২০তম দ্বিবার্ষিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক অধ্যাপক ড. আবুল বারকাত এ সময় উপস্থিত ছিলেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া আরও বলেন, মুক্তিযুদ্ধের পর কেন দেশে খাদ্য সংকট হয়েছিল, এ বিষয়টি গবেষণা করা দরকার। তখন দেশের অভ্যন্তরে কারা ষড়যন্ত্র করেছিল, আন্তর্জাতিকভাবে কারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এগুলো জানা দরকার। ডেপুটি স্পিকার আরও বলেন, বিশ্বের ১৭৩টি দেশের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী তৃতীয় সৎ প্রধানমন্ত্রী। আর কর্মঠ হিসেবে তিনি চতুর্থ। তাকে নির্বাচিত করবেন নাকি যিনি এতিমদের টাকা আত্মসাৎ নিয়ে দুর্নীতির মামলায় আদালতে বক্তব্য দিচ্ছেন তাকে নির্বাচিত করবেন সেটা আপনারাই বিবেচনা করবেন। তবে দেশের মঙ্গলের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেবেন। আপনাদের কাছে এটাই কাম্য।

এ সম্পর্কিত আরও খবর