দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসায় জড়িত এই দম্পতি

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-24 09:46:05

রাজশাহীতে বিদেশি পিস্তল ও গুলিসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর দড়িখড়বোনা এলাকার মৃত নফর মণ্ডলের ছেলে রানা মিয়া (৩১) ও স্ত্রী কোহিনুর বেগম (২৮)।

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ এপ্রিল) রাত দেড়টার দিকে নগরীর দড়িখড়বোনা এলাকায় রানা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। পরে তার শোবার ঘরে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি জানান, জিজ্ঞাসাবাদে জানিয়েছে- দীর্ঘদিন ধরেই তারা অস্ত্র ব্যবসায় জড়িত। এই দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে অস্ত্র কিনে এনে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত। অস্ত্র আনা এবং তা মানুষের কাছে বিক্রি করার কাজে রানার স্ত্রীকে কৌশলে ব্যবহার করা হতো।

ওসি আরও জানান, তাদের দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর