ঢাকা ও চট্টগ্রাম সিটিতে একই দিনে ভোটের সিদ্ধান্ত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 04:02:10

আগামী বছর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে একই দিন ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ এপ্রিল) কমিশনের ৪৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দিন আহমদ বার্তা২৪.কমকে জানান, আগামী বছর ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনে একই দিনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এসব ভোটে ইভিএম ব্যবহার করা হবে। তবে সভায় ভোটগ্রহণের দিন তারিখ নিয়ে আলোচনা হয়নি।

সর্বশেষ ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা ওই বছরের ১৪ মে ও দক্ষিণ সিটির প্রথম সভা ১৭ মে অনুষ্ঠিত হয়। আগামী বছরে মে মাসে এসব সিটির মেয়াদ শেষ হবে। এর আগের ১৮০দিনের মধ্যে ভোটগ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর