প্রধান তথ্য কর্মকর্তা হলেন জয়নাল আবেদীন

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 15:05:43

প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জয়নাল আবেদীন। তিনি এতোদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিবের দায়িত্বে ছিলেন।

নিয়োগের বিষয়টি নিশ্চিত করে জয়নাল আবেদীন বার্তা২৪.কমকে বলেন, "বর্তমান অফিসে কিছু কাজকর্ম আছে, গুছিয়ে চলতি সপ্তহে দায়িত্ব গ্রহণ করব।"

সাবেক প্রধান তথ্য কর্মকর্তা বেগম কামরুন নাহারের স্থলাভিষিক্ত হলেন জয়নাল আবেদীন। সম্প্রতি কামরুন নাজারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগদানের পর গুরুত্বপূর্ণ পদটি শূন্য হয়ে যায়।

এর আগে তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন জয়নাল আবেদীন। সেখান থেকে ২০১৫ সালের ৮ জুন রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ পান তিনি।

বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা জয়নাল আবেদীন। তিনি জাতীয় সংসদে প্রধান গণসংযোগ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ সম্পর্কিত আরও খবর