লালবাজারে ২০০ কেজির বাঘাইড় মাছ

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম | 2023-08-26 21:41:51

সিলেটের বন্দরবাজার এলাকার লালবাজারে দুইশ কেজি ওজনের বাঘাইড় মাছ উঠেছে। রোববার (৭ এপ্রিল) মাছটি বাজারে আনা হয়। তবে সোমবার (৮ এপ্রিল) সকালে মাছটি কেটে বিক্রি করা হচ্ছে। মাছের বিভিন্ন অংশ প্রকারভেদে ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে।

সিলেটের জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। এরপর মাছটি কাজির বাজারে নিয়ে আসা হয়। সেখান থেকে জীবিত অবস্থায় মাছটি লালবাজারে নিয়ে আসেন ব্যবসায়ী মখলিছ মিয়া। বাজারে মাছ রাখার পর সেটি দেখতে সকল বয়সী মানুষ ভিড় করে। মাছের সঙ্গে সেলফি তুলে অনেক তরুণ।

সোমবার সকালে মাছটি কেটে কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে। এর আগে নগরীতে মাছটি বিক্রির উদ্দেশে মাইকিং করা হয়েছিল।

লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গুলজার আহমদ জগলু বলেন, ‘মাছটি কেনার আগ্রহ প্রকাশ করেছে অনেকেই। কিন্তু সবাই যাতে সাধ্যমতো ক্রয় করে মাছটি খেতে পারে সেজন্য আমরা কেটে বিক্রি করছি। বাঘাইড় মাছের গায়ে বাঘের মতো ডোরাকাটা দাগ আছে। স্থানীয় লোকজন এই মাছকে বাঘ মাছ বলেও ডাকেন।’

এ সম্পর্কিত আরও খবর