আনন্দের দিনে কাঁদলেন, কাঁদালেন টিটু

ময়মনসিংহ, জাতীয়

উবায়দুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-09-01 13:35:15

টানা ৯ বছর ছিলেন পৌরসভার মেয়র। প্রথম সিটি করপোরেশনের প্রথম প্রশাসকও হয়েছেন। প্রথম ভোটে নৌকা প্রতীকে লড়াইয়ের জন্য মনোনয়নও পেয়েছেন। একের পর এক সাফল্যে নিজেকে উদ্ভাসিত করেছেন ইকরামুল হক টিটু। 

শনিবার (৬ এপ্রিল) তাকে বরণ করে নিতে ময়মনসিংহবাসী যে উচ্ছ্বাস-আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়ে দেখিয়েছে সেটাও রীতিমতো বিরল। সবকিছুই তার জন্য, দিনটিও তার জন্যও। কিন্তু হাসির বদলে তিনি কেঁদেছেন, সবাইকে কাঁদিয়েছেন। অঙ্গীকার করেছেন, মডেল ময়মনসিংহ সিটি করপোরেশন উপহার দেওয়ার। 

একদিন আগে শুক্রবার (৫ এপ্রিল) তার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। 

পথে পথে শোডাউন, সড়কের দুই পাশে স্বতঃস্ফূর্ত মানুষের উপস্থিতি। কর্মীদের অবারিত ভালোবাসা। সব মিলিয়ে তৃপ্ত টিটুর হৃদয়ে বার বার ধুমড়ে-মুচড়ে যাচ্ছিলো ‘শোকাবহ’ এপ্রিল মাস। নগরীর টাউন হলের শহীদ মিনার মঞ্চে দাঁড়িয়ে টিটু উচ্চারণ করলেন, ‘এপ্রিল মাসটি আমার জন্য অত্যন্ত কষ্টের। এই মাসে আমার মা-কে হারিয়েছি, আমার বাবাকে হারিয়েছি। কিন্তু আজকে এই ময়মনসিংহবাসী আমাকে যা উপহার দিয়েছে, তাতে আমার বাবা-মাকে হারানোর কষ্ট কিছু মুহূর্তের জন্য হলেও ভুলে গেছি।’ 

মা-বাবা’র আত্মার মাগফেরাত কামনা করে টিটু বলেন, ‘আমি এতিম একজন মানুষ। আপনারা আমাকে এভাবে ভালোবেসে বুকে টেনে নিয়েছেন, সত্যিই অবিশ্বাস্য। আপনাদের কাছে আমি চিরঋণী।’

গত ৯ বছরে ময়মনসিংহ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে আধুনিক ও সুন্দর নগরী হিসেবে ময়মনসিংহকে উপহার দিয়েছেন ইকরামুল হক টিটু। অনুন্নত ময়মনসিংহ অধ্যায় করেছেন নির্বাসিত। সেই কথাই যেন এবার বললেন নিজের মুখে। ‘যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন ময়মনসিংহ কেমন ছিল, এখন কেমন হয়েছে, তা আপনারা উপলব্ধি করবেন হয়তো।’ 

প্রথম সিটিতে প্রথম ভোট আগামী ৫ মে। ডেটলাইনটি স্মরণ করিয়ে দিয়ে গণতন্ত্র আর উন্নয়নের প্রতীক নৌকার জন্য সবার কাছে ভোট চাইলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু। 

তিনি বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে নেত্রীকে উপহার দেবেন। আমি কথা দিচ্ছি ময়মনসিংহ সিটি করপোরেশনকে (মসিক) মডেল হিসেবে উপহার দেবো।’

এ সম্পর্কিত আরও খবর