ময়মনসিংহে ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-26 22:18:39

ময়মনসিংহের ভালুকায় সিনটেক্স পলিমার নামের একটি ফোম তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ৭টি ইউনিট দীর্ঘ ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গঙ্গাটিয়া এলাকায় ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগুন লাগার পর প্রথমে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। কিন্তু নিয়ন্ত্রণে না এসে আগুন কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ময়মনসিংহ, ত্রিশাল এবং গাজীপুরের মাওনা থেকে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘ ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর