প্রশাসক টিটুতেই আস্থা প্রধানমন্ত্রীর, উদ্বেলিত ময়মনসিংহবাসী

ময়মনসিংহ, জাতীয়

উবায়দুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-26 15:30:37

জনপ্রিয়তার মাপকাঠিতে তার সমকক্ষ কেউ নেই। কী আওয়ামী লীগ বা অন্য দলে। দলমত নির্বিশেষে তিনি সবার আপনজন, প্রাণভোমরা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও জানতেন সেই কথা। ফলে যোগ্য প্রার্থী হিসেবে তার প্রতিই পূর্ণ আস্থা রাখলেন তিনি।

ইকরামুল হক টিটুকেই তিনি ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে দলীয় মনোনয়ন দিলেন। প্রতিফলন ঘটালেন গণমানুষের আশা-আকাঙ্ক্ষার। ফলে স্বভাবতই উচ্ছ্বাস-আনন্দে কাঁপছে সংস্কৃতির নগরী ময়মনসিংহ। এই উচ্ছ্বাস ইকরামুল হক টিটুর মনোনয়ন পাওয়ার খবরে।

এমন খবরটির জন্যই এতো দীর্ঘ সময় ছিল অপেক্ষা। অবশেষে শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এই প্রতীক্ষার অবসান ঘটল। উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নিয়ে এখন ভোটের মাঠ কাঁপাতে জোর প্রস্তুতি সেরে নিয়েছেন ইকরামুল হক টিটু। রাজধানী ঢাকা থেকে বার্তা২৪.কমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে অশেষ কৃতজ্ঞতা উচ্চারণ করলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। প্রধানমন্ত্রীই টিটুকে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম প্রশাসক নিয়োগ দিয়েছিলেন। 

ইকরামুল হক টিটু বার্তা২৪.কমকে বলেন, 'মমতাময়ী নেত্রী আমার ওপর আস্থা রেখেছেন। আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে অতীতের মতো সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমি সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।'

এর আগে শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের সভায় ইকরামুল হক টিটুকেই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলীয় প্রধান শেখ হাসিনা।

গত ২৫ মার্চ ময়মনসিংহ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ মে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৮ এপ্রিল।

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের এই প্রার্থিতা নির্ধারণের মধ্য দিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে জল্পনা-কল্পনার অবসান হলো। ভোটের আগে জন প্রত্যাশিত ও দলীয় নেতা-কর্মীদের পছন্দের প্রার্থী হিসেবে ইকরামুল হক টিটুকে বাছাই করায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নগরীতে। হচ্ছে আনন্দ মিছিল-সমাবেশ ও মিষ্টি বিতরণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

বার্তা২৪.কমকে তিনি বলেন, 'সিদ্ধান্ত গ্রহণে বরাবরই তুলনাহীন আমাদের নেত্রী শেখ হাসিনা। তিনি তৃণমূলের স্পন্দন অনুভব করেন। তার এই ঐতিহাসিক মূল্যায়নে ময়মনসিংহবাসী অভিভূত। ব্যালট বিপ্লবের মাধ্যমেই নেত্রীকে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র পদটি উপহার দেওয়া হবে।'

ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান বার্তা২৪.কমকে বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন। ভবিষ্যতে ময়মনসিংহকে মডেল সিটি করপোরেশন হিসেবে রূপান্তর করতে আওয়ামী লীগ প্রার্থী ইকরামুল হক টিটুর বিকল্প নেই। নেত্রীর কাছে আমাদের রক্তঋণ।'

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সাড়ে ৯ বছর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালীন ময়মনসিংহ নগরীতে পরিকল্পিত উন্নয়ন, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্কের সেতুবন্ধন রচনা করা, তাদের মূল্যায়ন করা, সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগসহ নানা কারণেই ক্ষমতাসীনদের মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন ইকরামুল হক টিটু। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগেরও সহ-সভাপতি।

ময়মনসিংহ পৌরসভার মেয়র হিসেবে সাড়ে ৯ বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পর তার কর্মকাণ্ডে সন্তুষ্ট ও পূর্ণ আস্থা রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সিটি করপোরেশনের ‘প্রথম প্রশাসক’ হিসেবে নিয়োগ দিয়ে চমক সৃষ্টি করেন।

মূলত দায়িত্ববোধসহ অভিজ্ঞতার ক্রাইটেরিয়াতেও সবার চেয়ে যোজন যোজন এগিয়ে ছিলেন মেয়র টিটু।

এ সম্পর্কিত আরও খবর