পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত ২৫০ জনের নামে মামলা

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 02:16:49

খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলে শ্রমিক ধর্মঘটের শেষ দিনে খুলনার দৌলতপুরের নতুন রাস্তা মোড়ে পুলিশের ওপর হামলা ও পুলিশ বক্সে ভাঙচুরের অভিযোগে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

শুক্রবার (৫ এপ্রিল) রাত ১২টার দিকে দৌলতপুর থানায় একই থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত বাগচী বাদী হয়ে অজ্ঞাত ২৫০ জন শ্রমিককে আসামি করে  মামলাটি দায়ের করেন। এই মামলায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বার্তা২৪.কম-কে বলেন, ‘দৌলতপুর নতুন রাস্তার মোড়ে পুলিশের ওপর হামলা ও পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ২৫০ জনের মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত মামলায় কোনো শ্রমিককে আটক করা হয়নি। প্রাথমিক পর্যায়ে ছবি ও ভিডিও দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, ‘প্রতিদিনের মতোই গতকাল (বৃহস্পতিবার) পুলিশ সদস্যরা শ্রমিকদের কর্মসূচিতে নিরাপত্তার জন্য পাহারা দিচ্ছিলেন। হঠাৎ শ্রমিকরা পুলিশের উপরে লাঠিশোটা নিয়ে অতর্কিত হামলা চালায়।’

‘পাবলা পুলিশ বক্সে পুলিশ সদস্যরা আশ্রয় নিলে অফিসেও ভাঙচুর করেন পাটকলের শ্রমিকরা। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করতে একটি অ্যাম্বুলেন্স আসলে সেটিও ভাঙচুর করেন শ্রমিকরা। হামলার ঘটনায় ইন্সপেক্টর বাশার সহ চার পুলিশ সদস্য গুরুতর আহত হন।’

উল্লেখ্য, বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ডাকে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর