বিদেশী ব্র্যান্ডের নকল শিশুখাদ্য: ৫০ লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-31 16:17:09

বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের শিশুখাদ্য নকল করা এবং মেয়াদোত্তীর্ণ হওয়ার পর বাজারজাত করায় ৩ প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের একটি ভ্রাম্যমান আদালত।

বুধবার (৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত গুলশান-১ এলাকার ৩ টি প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা এবং ২ জনকে ১ বছর করে কারাদন্ড দিয়েছে র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বার্তা২৪.কমকে বলেন, ‘বিভিন্ন বিদেশী ব্র্যাণ্ডের শিশুখাদ্যের নামে নকল খাদ্য এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত করায় গুলশান -১ এর ডিসিসি মার্কেট সংলগ্ন ৭ নাম্বার সড়ক এলাকার ৩ টি প্রতিষ্ঠানকে ৫০ লাখ জরিমানা করা হয়েছে। ২ জনকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে’।

জরিমানাকৃত প্রতিষ্ঠান মাওলা ট্রেডার্সকে চকলেট, জেলী ও আচারসহ বিভিন্ন শিশু খাদ্য থাইল্যান্ডের নামে নকল করার অপরাধে ৩৮ লাখ টাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যের মেয়াদ বাড়িয়ে বাজারজাত করার অপরাধে জে কে মার্কেটিং প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা এবং রুহুল স্টোর নামে অপর একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় জে কে মার্কেটিংয়ের মালিক শেখ রাসেল ও ম্যানেজার মাঈনুল হাসানকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও খবর