ডিইপিজেডে শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধ

ঢাকা, জাতীয়

লোটন আচার্য্য, উপজেলা করেসপন্ডেন্ট, সাভার, বার্তা২৪.কম | 2023-08-24 00:29:07

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) তালিসমান-১ নামক একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে তা বন্ধ ঘোষণা করেছে মালিক কর্তৃপক্ষ ।

বুধবার (৩ এপ্রিল) সকাল থেকেই বাৎসরিক ইনক্রিমেন্ট বাড়ানোর দাবি করে ভাঙচুরের চেষ্টা ও বিক্ষোভ করে কারখানার শ্রমিকরা।

পুলিশ জানায়, মঙ্গলবার (২ এপ্রিল) থেকেই তালিসমান-১ কারখানায় বাৎসরিক ইনক্রিমেন্ট কম দেওয়া হচ্ছে এমন দাবিতে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। পরে আজ কারখানায় পুনরায় বিক্ষোভ শুরু করে ও ভাঙচুরের চেষ্টা চালায় শ্রমিকরা। এ সময় খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

এ বিষয়ে শিল্প পুলিশ ইউনিট-১ এর পরিচালক সানা সামিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেছে। এছাড়াও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর