বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সড়কের উন্নয়ন যজ্ঞ

জেলা, জাতীয়

নূর আহমদ, সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা ২৪.কম | 2023-08-25 03:50:35

চলতি মৌসুমে সিলেট নগরীতে চলছে ব্যাপক উন্নয়ন। এর জন্য যত্রতত্র চলছে খোঁড়াখুঁড়ি। এর অংশ হিসেবে নগরীর হুমায়ুন রশিদ চত্বরে চলছে সড়ক সম্প্রসারণ কাজ। কিন্তু সড়কের প্রায় মধ্যখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সড়কের এই উন্নয়ন যজ্ঞ কাজ। এতে দুর্ঘটনার আশঙ্কা যেমন থাকবে, তেমনি পথচারী বা যানবাহন পাবে না প্রশস্ত সড়কের সুফল।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন চত্বর মোড়ে কদমতলীগামী উত্তরমুখী রাস্তার প্রশস্থকরণ কাজ চলছে। রাস্তার পশ্চিম পাশে তিনটি খুঁটি ও পূর্ব পাশে একটি খুঁটি যথাস্থানেই রয়েছে। ফুটপাত থেকে খুটিগুলোর দূরত্ব ১৫ থেকে ১৬ ফুট ভেতরে। এক কথায় বলতে গেলে সড়কের প্রায় মধ্যখানে। কাজ অনেকটা শেষের পথে, তবে খুঁটিগুলো স্থানান্তর বা অপসারণের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

ওই সড়কের নিয়মিত পথচারী হাজী এম আহমদ আলী। তিনি বলেন, ‘সড়ক প্রশস্তকরণ কাজ চলছে, তবে এর সাথে দ্রুত বিদ্যুতের খুঁটিগুলো অপসারণ করা দরকার। না হয়, দুর্ঘটনার আশঙ্কার সঙ্গে সঙ্গে রাস্তা দখলেরও ঝুঁকি রয়েছে। এরই মধ্যে প্রশস্ত রাস্তায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডসহ দোকানপাট বসতে শুরু করেছে।’

আহমদ আলীর দাবি, সিটি করপোরেশন ও বিদ্যুৎ বিভাগের এই সমন্বয়হীনতার সুযোগ নিচ্ছে একটি চক্র। দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট ডিভিশন ৩-এর নির্বাহী প্রকৌশলী এ এম হেলাল উদ্দিন বলেন, ‘সিটি করপোরেশন যখন সহযোগিতা চায়, তখন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদের সহযোগিতা করা হয়। নগরীর ভেতরে খুঁটি অপসরাণ বা স্থানান্তরের দায়িত্ব সিটি করপোরেশনের। ফলে, সিটি করপোরেশন যখন সহযোগিতা চাইবে বিদ্যুৎ বিভাগ তা করতে প্রস্তুত।’

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর আজিজুর রহমান বলেন, ‘বিদ্যুৎ বিভাগের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রয়েছে। উন্নয়ন কাজ শেষ হওয়ার আগেই খুঁটিগুলো অপসারণ করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর