চাকরির নামে প্রতারণা, জড়িত বিডিজবসের কর্মকর্তারা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-21 13:30:59

বিডিজবসের কর্মকর্তাদের যোগসাজশে কাতার ভিত্তিক বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির বিজ্ঞাপন দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। রাজধানীতে অভিযান চালিয়ে এই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

বুধবার (২৭ মার্চ) বিকালে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।

বিপ্লব কুমার সরকার বলেন, ‘চক্রটি কাতারের স্বনামধন্য ডেল্টা গ্রুপ, আলী বিন গ্রুপ মাল্টিন্যাশনাল কোম্পানিসহ বড় বড় কোম্পানির কর্তৃপক্ষ পরিচয় দিয়ে এই কাজ করছিল। দীর্ঘ ৪ বছরে ১ হাজারের বেশি মানুষ তাদের মাধ্যমে প্রতারিত হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, শামিম হায়দার, হাসান, তাইজুল ইসলাম, শ্যামল।’

তেজগাঁও বিভাবের এই উপ-কমিশনার বলেন, ‘এরা আসলে সংঘবদ্ধ প্রতারক চক্র। বিডিজবসে কাতারের বড় বড় কোম্পানিতে চাকরির বিজ্ঞপ্তি দিতো। যেখানে স্টোর ম্যানেজার, কমার্শিয়াল ম্যানেজারসহ বড় বড় পদ উল্লেখ করা হতো। বিজ্ঞাপনে একটা লিংক দেওয়া থাকতে যেখানে চাকরি প্রত্যাশীরা আবেদন করত। লোভনীয় বেতন ও সপরিবারে কাতার যাওয়ার অফারে বিডিজবসসের মাধ্যমে অনেকে আবেদন করত। পরে ইমেইলে তাদের জানাতো হতো কোম্পানির কর্মকর্তারা বাংলাদেশে অবস্থান করছে।

আবেদনকারীকে কর্মকর্তাদের মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলা হতো। সেখানে কল করলে ইংলিশ, হিন্দি ও বাংলা মিশ্রিত ভাষা ব্যবহার করে ফোন কেটে দিতো। পরবর্তীতে আবেদনকারীকে সর্বশেষ শিক্ষা যোগ্যতার সনদের ছবি পাঠাতে বলা হতো এবং কাতার দূতাবাসের বিকাশ নম্বরে ৭৫০ টাকা থেকে দশ হাজার টাকা পাঠাতে বলতো।’

বিপ্লব সরকার আরও বলেন, ‘এই চক্রের সঙ্গে বিডিজবসের বেশ কিছু অসৎ কর্মকর্তার সংশ্লিষ্টতা আছে। তাদের নাম আমরা পেয়েছি। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়েছে। অন্য দিকে গ্রেফতার হওয়া ৪ জনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, চাকরি ইচ্ছুকদের কাছে থেকে ৩ লাখ করে হাতিয়ে নিয়েছে চক্রটি।’

এ সম্পর্কিত আরও খবর