দিয়াজ হত্যা: আরমানের ২ দিনের রিমান্ড

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-31 17:21:54

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আরমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সাথে রিমান্ডের প্রতিবেদন পাঁচ দিনের মধ্যে জমা দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৭মার্চ) বেলা সাড়ে ১১টায় শহিদুল্লাহ কায়সারের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা (আয়ু) সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন খান পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

এ বিষয়ে মামলার বাদী পক্ষের আইনজীবী মজিবুল হক বার্তা২৪.কমকে বলেন, ‘শুনানি শেষে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ডের প্রতিবেদন জমা দিতে পুলিশকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে।’

গত ২০ মার্চ নগরীর চাঁদগাও এলাকা থেকে আরমানকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

এদিকে শুনানি চলাকালে আরমানের মুক্তি চেয়ে আদালত পাড়ায় বিক্ষোভ করেছে তার অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইটে নিজ বাসায় দিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দিয়াজের মা বাদী হয়ে আদালতে বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আলমগীর টিপুসহ ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

এ মামলায় দীর্ঘ দুই মাসের বেশি কারাভোগ শেষে জামিনে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন।

এ সম্পর্কিত আরও খবর