আনন্দমুখর পরিবেশে হাতিরঝিলে নৌকাবাইচ

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-28 06:53:45

৪৯ তম স্বাধীনতা দিবসে হাতিরঝিলে আয়োজন করা হয়েছিল নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকাবাইচ প্রতিযোগিতাটির আয়োজন করে বাংলাদেশ রোয়িং ফেডারেশন।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল তিনটায় হাতিরঝিলে নৌকা বাইচের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম।

নৌকা বাইচে মোট ১৫টি দল অংশ নেয়। এর মধ্যে পুরুষ বিভাগ থেকে অংশ নেয় ১১ টি দল ও নারী বিভাগ থেকে ৪টি।

এ সময় প্রায় হাজারখানেক দর্শক নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। পুরুষ বিভাগে নৌকাবাইচে প্রথম হয় আলী নগর রোয়িং ক্লাব। প্রথম পুরষ্কার হিসেবে ক্লাবটি জিতে নেয় একটি এলইডি টেলিভিশন।

অন্যদিকে নারী বিভাগে প্রথম স্থান অধিকার করে টঙ্গি রোয়িং ক্লাব। প্রথম পুরষ্কার হিসেবে তারাও জিতে নেয় একটি এলইডি টিভি।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেন, ‘নৌকা বাইচ বাঙালি সংস্কৃতির একটি অংশ। নিজেদের সংস্কৃতি ধরে রাখতে হবে। এ ধরণের আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। এ ধরণের প্রতিযোগিতা আরও আয়োজন করা উচিত বলে মনে করছি।’

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রোয়িং ফেডারেশন এর সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসার, রোয়িং ফেডারেশন এর সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম।

এ সম্পর্কিত আরও খবর